আনন্দদিন প্রতিনিধি: নতুন গান, নতুন ভাবনা সাথে বাংলা নতুন বছরের শুরু। আশা নতুন কাজ আরো করে যাওয়ার , নতুন চিন্তা, তারই ফলস্বরূপ নতুন ইউটিউব নির্ভর মিউজিক চ্যানেল ফুল অন মিউজিক এর আত্মপ্রকাশ ঘটলো। প্রথম গান এক ইচ্ছে ডানা।
একই গানে গলা মিলিয়েছেন বাংলার অতি পরিচিত গুণী সঙ্গীত শিল্পীরা। সমীক গুহ রায়ের সুরে, কথার মায়াজাল বিস্তার করেছেন মাহিকা মিত্র। গানের মাঝে আছে, আরেক চেনা গান। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ।
ঠিক যেন এক গানের হৃদ মাঝারে অন্য একটা গানের বাস। গানটা গেয়েছেন তৃষা চ্যাটার্জি, দূর্নিবার সাহা, শোভন গাঙ্গুলী, গৌরব সরকার, উজ্জয়নী মুখোপাধ্যায়, চন্দ্রিকা ভট্টাচার্য। নতুন গান এক ইচ্ছা ডানা। প্রকাশিত হয়েছে ফুল অন মিউজিক ইউটিউব চ্যানেলে।
তৃষা চ্যাটার্জি জানালেন, ” বাংলা মৌলিক গান, বা জনপ্রিয় লোকগান বা আধুনিক বাংলা গান নতুন প্রজন্ম এবং আমাদের আগের প্রজন্মের কথা ভেবে নতুন সঙ্গীতায়োজন মারফৎ নিয়ে আসার পরিকল্পনা থেকেই এই চ্যানেলটার কথা ভাবা। ছবিতে আমরা সবাই গেয়ে থাকি, কিন্তু বাংলা মৌলিক গানের যে বিস্তার এতো দিন আগেও ছিল, সেই ধারাটা আগামী দিনেও বজায় থাকুক, সেই কথাই আমরা সবাই বিশ্বাস করি। তাই ছবির গান ছাড়াও আমাদের নিজেদের গান প্রকাশ পাবে এই চ্যানেলে। আশা করি বাংলা গান নিয়ে এই উদ্যোগ সবার ভালো লাগবে।”