IMG-20241124-WA0024
  • জয়-লোপার গানের এক্সপ্রেসে চড়ার সুযোগ শহরের গান বন্ধুদের
  • জয়-লোপা এক্সপ্রেস- এক বিশেষ সঙ্গীত সন্ধ্যার সাক্ষী হতে চলেছে শহর কলকাতা, আগামী ২৯ নভেম্বর, ২০২৪, জি.ডি.বিড়লা সভাঘর, সন্ধ্যা ৬:৩০টা থেকে।

এক অন্য ধারার গানের গাড়ি ছুটবে‌ যার নাম জয়-লোপা এক্সপ্রেস। গানের মোড়ে, মোড়ে নানা স্টেশন ছুঁয়ে এগিয়ে চলবে এই এক্সপ্রেস। এ গাড়ির আসার কথা ছিল এবছর দুর্গা পূজোর আগেই। একটু বিলম্ব হলেও গানে ভরপুর এই গাড়িতে চড়ে পড়লে এক সুন্দর গান সফরের সাক্ষী থাকবেন শ্রোতারা। এই নিয়ে সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র জানালেন, ” এবছর ১৩ সেপ্টেম্বর আমাদের জয়-লোপা এক্সপ্রেস হওয়ার কথা ছিল। সে সময় করা সম্ভব হয়নি। ঠিক করেছিলাম বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ষষ্ঠী দাস বাউলের চিকিৎসার জন্য এই কনসার্টটা করবো, সন্মান জানাবো। ওঁনার কাছে আমি কিছু দিন গানও শিখেছিলাম। সেই জায়গা থেকে আমার একটা মানসিক সম্পর্কও রয়েছে। কিন্তু দুঃখের বিষয় ষষ্ঠী দাস বাউল‌ নভেম্বর ৪-এ গত হয়েছেন। আমাদের এইটুকু সান্ত্বনা ওঁর চিকিৎসার জন্য কিছু অর্থিক সাহায্য আমরা করে আসতে পেরেছিলাম। অনুষ্ঠানের দিনক্ষণের জন্য আমরা অপেক্ষা করিনি। এই অনুষ্ঠানটা আমরা ষষ্ঠীদার স্মৃতির উদ্দেশে উৎসর্গ করছি। ।” লোপামুদ্রা মিত্র আরো জানান, ” জয়-লোপা এই জুটির ঊনত্রিশ বছরে পা দিলো।সেদিক থেকে আমাদের এক্সপ্রেস বহুদিন ধরেই চলছে, কিন্তু সেটা নিয়মিত হয়ে ওঠেনা। জয় আগে গিটারিস্ট হিসেবে আমার গানে বাজাতো, অনেক দিন হলো ওঁর ব্যস্ততা ,সুরকার হয়ে ওঠা আমাদের একসাথে আর গান-বাজনা হয়ে ওঠেনা। দুজনের রাস্তা দুজনের মতো চলতে থাকল। কিন্তু আমাদের মধ্যে একটা সঙ্গীতের সেতু বরাবর রয়ে গেছে। আমরা খুব ভালো বন্ধুও। আমিও একার অনুষ্ঠান করে আসছি, জয় স্টেজ শো তেমন করেননা। সেখান থেকেই এই ভাবনা। এখানে জয়ও গাইবেন, আমিও ওঁর সুরের গান গাইবো, থাকবেন বেশ কিছু অতিথি যন্ত্রীরা। সব মিলিয়ে এই এক্সপ্রেস জয়-লোপা দুটো ইন্জিন নিয়ে ছুটে চলবে। ” জয় সরকার বললেন, ” আসলে লোপামুদ্রা মিত্রের হাত ধরেই আমার সুরকার হিসেবে আত্মপ্রকাশ। সেদিক থেকে দেখতে গেলে আমার সুরকার জীবনের পঁচিশ বছর পাড়। অনেক বছর এক সাথে মঞ্চে লোপাকে গিটারে সঙ্গত করেছি। সেটা তো এখন আর হয়না। সেই মুহূর্ত গুলো মিস করি।তাই,আমাদের এই অন্য ভাবনা জয়-লোপা এক্সপ্রেস।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *