নিজস্ব প্রতিবেদক:৩৫ তম বর্ষে পদার্পণ করল কোদালিয়া নেতাজি সংঘের দুর্গাপুজো। ৩৫ তম বর্ষে তাদের ভাবনা সুকুমার রায়ের স্মরণে ‘অসম্ভবের ছন্দেতে’। রথযাত্রার বিশেষ দিনে ‘খুঁটিপুজো’-র মাধ্যমে তাদের পুজোর শুভ সূচনা হল। গত বছর ভারতীয় ফুটবলকে তাদের দুর্গাপুজোর ভাবনায় তুলে ধরা হয়েছিল। এবার ভাবনাতে আমাদের সকলের প্রিয় সুকুমার রায়।
এই ভাবনা প্রসঙ্গে ক্লাবের পক্ষ অর্কদেব চ্যাটার্জি জানিয়েছেন, ‘দুর্গাপুজো মানে উৎসব। উৎসবেই ছোটরা সবথেকে বেশি জড়িয়ে থাকে। ছোটদের জন্য যে বিষয় নিয়ে ভাবনা এবং সুকুমার রায় যে অবিস্ম্রণীয় কাজ করে গেছেন সেই কাজ নিয়েই আমরা আমাদের ভাবনাকে বাস্তবায়িত করছি। আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু আমাদের সীমিত ক্ষমতায় সুকুমার রায় কে যতটা ধরা যায় সেটা মাথায় রেখেই আমাদের থিমের নাম ‘অসম্ভবের ছন্দেতে।‘
কম বাজেটে ভালো পুজো করাটা চ্যালেঞ্জিং। তবে তাঁরা চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। অর্কদেব আরও জানিয়েছেন, ‘আমাদের পুজোর বাজেট হয়তো বেশি নয়। কিন্তু কম বাজেটের মধ্যেও আমরা ভালো পুজো করার চেষ্টা করছি।’