IMG_20250809_103709

নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ অপেক্ষার পর শতরূপা বোস রায়ের নতুন বই ‘যাদের দেশ বলে কিছু নেই’-এর আনুষ্ঠানিক প্রকাশ পেল কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে।উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভা জহর সরকার, কনসাল জেনারেল নেদারল্যান্ডস নমিত শাহ,পলিটিক্যাল আনালিস্ট ও সিনিয়র জার্নালিস্ট রবিন রায়,গ্রূপ সি ই ও টেকনো ইন্ডিয়া গ্রূপ শঙ্কু বোস।বইটির আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়।
সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হয়েছে শতরূপা বোস রায়-এর প্রবন্ধ সংকলন ‘যাদের দেশ বলে কিছু নেই’।

এই বইটিতে ইউরোপে আশ্রয়প্রার্থী মানুষদের যাত্রার জটিলতা এবং তাদের পুনর্বাসনের এক তথ্যনিষ্ঠ অথচ মর্মন্তুদ বয়ান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইউরোপের বর্তমান ভূ-রাজনৈতিক এবং সামাজিক-রাজনৈতিক ভূ-দৃশ্যের রূপরেখাও উঠে এসেছে ছত্রে ছত্রে। আশ্রয়প্রার্থীরা কেবল পরিসংখ্যান নয়; তারা স্বপ্ন, ভয় এবং অজানা প্রতিভায় পরিপূর্ণ এক-একজন রক্ত মাংসের মানুষ। তাদের মূলে রয়েছে একটা মানবিক হৃদয় যা আমাদের সকলের মতোই ভালোবাসা, করুণা, বিশ্বাসঘাতকতা, অনিশ্চয়তা, মৃত্যু এবং অগণিত ক্ষতচিহ্ন নিয়ে এখনও নিঃশ্বাস নিয়ে চলেছে। এদের দৈনন্দিন কার্যকলাপ— নাগরিকত্ব কেন্দ্রগুলোতে দীর্ঘ অপেক্ষা, আমলাতান্ত্রিক বাধা, আনন্দ আর পারস্পরিক সহায়তার ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্কে কথা বলে আশ্রয় নীতি আর এই মানুষগুলোর সম্পর্কে আরও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বইটির শক্তি এই গল্পগুলোর মধ্যেই, এদের বেঁচে থাকার সত্যতা এবং মানসিক পরিস্থিতির মধ্যেই নিহিত। এই বইটি পড়ার পরে আবারও একবার হয়তো আমরা একে অপরের সঙ্গে গভীর মানবিক স্তরে নতুন করে সংযোগ স্থাপন করতে পারব। সব থেকে বড় কথা অভিবাসন সম্পর্কে জটিল আলোচনায় বোঝাপড়া এবং সহানুভূতির গুরুত্বের ওপরে জোর দিতে পারব।

বইটির ভূমিকা লিখেছেন জহর সরকার।

বই:যাদের দেশ বলে কিছু নেই
লেখিকা:শতরূপা বোস রায়
প্রচ্ছদ : দেবাশিস দাস এবং তাপস হাজরা
অলংকরণ :নীলাদ্রি রায়
প্রকাশন:সৃষ্টিসুখ প্রকাশন
মূল্য : ৩২৫ টাকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *