IMG-20240927-WA0020

নিজস্ব প্রতিবেদক:বর্তমান প্রতিকূল অবস্থা এবং অস্থির সময় কে মাথায় রেখে উৎযাপিত হয়ে গেলো ৯ম দুর্গাপুর আন্তর্জাতিক চলচচিত্র উৎসব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে ডক্টর ট্রিগুণা সেন প্রেক্ষাগৃহে ২৪/২৫/ও ২৬ সেপ্টেবরে।
এই তিনদিন ব্যাপি সকল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত মহাসমারোহে প্রদর্শিত হয়ে গেল দেশ ও বিদেশ থেকে মোট প্রাপ্ত ১৬১ টি ছবি বাছাই করা ৭০ টি ছবি ।
পৃথিবীর বিভিন্ন প্রান্ত তথা ইউনাইটেড স্টেট , কোরিয়া, ফ্রান্স, কানাডা, চায়না, মেক্সিকো, ইরান , বাংলাদেশ প্রভৃতি বিভিন্ন রাষ্ট্র ও পাচিমবঙ্গ, আসাম , ত্রিপুরা, মহারাষ্ট্র, কর্ণাটক , মুম্বাই, পুনে, রাজস্থান, দিল্লী প্রভৃতি বিভিন্ন রাষ্ট্র ও রাজ্য থেকে কলাকুশলী ও শিল্পীরা এই উৎসবে যোগদান করে আনন্দ মুখরিত করে তুলেছেন এই অনুষ্ঠান টি। টলিউড থেকে তনিমা সেন , পরিচালক শিলা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন ।
স্বনামধন্যা অগ্নিযুগের অভিনেত্রী শ্রীমতী মাধবী মুখোপাধ্যায়কে লাইফ টাইম অ্যাচিভমেন্টে সন্মানিত করা হয় ।
বিচারক ও জুরীদের আসনে ছিলেন পরিচালক শ্রী অশোক বিশ্বনাথন, শ্রীমতী শীলা দত্ত , শ্রী সব্যসাচী বিশ্বাস ও কাজরী মোদক।

দুর্গাপুর আন্তর্জাতিক চলচিত্র উৎসব-এর আয়োজক কাজরি মোদক ও দেবলীনা মোদক সকলকে ধন্যবাদ জানান এরককম একটা উৎসব সফল করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *