নিজস্ব প্রতিনিধি:নতুন হিন্দি হরর ছবি ‘ডায়না’র সাংবাদিক সম্মেলন হয়ে গেল মধ্য কলকাতায়।উপস্থিত ছিলেন ছবির পরিচালক পীয়ূশ শর্মা,প্রযোজক রাজেশ গুপ্ত,রোহন বাঙ্কা,ছবির নায়ক অর্ক,নায়িকা সানা।সাংবাদিক সম্মেলনে ছবি প্রসঙ্গে জানা গেল এটি একটি হরর ছবি।চার বন্ধু মিলে একটা টুরে যায়।সেখানে গিয়ে তারা যে কটেজে ওঠে।সেই কটেজে তারা ডেভিলের দ্বারা ট্র্যাপড হন।তারা কিভাবে সেই ডেভিলের সাথে লড়াই করে সেই জায়গা থেকে উদ্ধার হন তাই নিয়েই কাহিনি ‘ডায়না’।সাংবাদিক সম্মেলনে জানা গেল ছবিটি ডিজিটাল প্লাটফর্মে খুব শীঘ্রই মুক্তি পাবে।ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন মনীশ পাঠক।