আনন্দদিন প্রতিবেদক:’বহুরূপ’ একজন অভিনেতার গল্প । আমরা সিনেমার হিরো বা হিরোইন কে দেখে সিনেমায় একাত্ম হয়ে যাই । মারামারির দৃশ্য , ভালোবাসা , সুখ , দুঃখ , অভিমান এর দৃশ্যে নিজেদের একাত্ম করে দেই । অথচ একজন অভিনেতা কে ওই সিনেমার জন্য কতটা খেটে নিজেকে প্রস্তুত করতে হয় সেটা আমরা ভাবিনা বা ভাবার দরকারও পড়ে না । বহুরূপ সেই অভিনেতার গল্প যে নিজেকে হারিয়ে ফেলেছে কোন এক চরিত্রের অন্ধকারে।
এটা অভিনেতা সোহম চক্রবর্তী এবং ইধিকা পালের জুটির প্রথম ছবি । তারা দুজনেই অক্লান্ত পরিশ্রম করেছেন এই ছবির জন্য । নিজেকে সম্পূর্ণ ভেঙে একদম নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন তারা । সোহম চক্রবর্তী কে এই প্রথম নিজেকে চ্যালেঞ্জ করতে হচ্ছে এই চরিত্রের জন্য ।
বাংলা সিনেমার ইতিহাসে প্রথম কোন অভিনেতা কে আমরা একই ছবিতে ৭ টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখব যেটা বহুরূপের সমস্থ সদসদের কাছে একটা চ্যালেঞ্জ । তার সাথে ইধিকা পাল কেও আমরা নানান রূপে দেখতে পাবো । বাকি অভিনেতারা হলেন কমলেশ্বর মুখোপাধ্যায় , লোকনাথ দে সহ আরও বিভিন্ন চরিত্র কে আমরা নতুনভাবে দেখব এই ছবিতে ।
বাংলার সবথেকে বড় থ্রিল এবং মার্ডার মিস্ট্রি ভরা সিনেমায় সোহমের ৭ টা লুক ফুটে উঠবে সোমনাথ কুণ্ডুর হাতের যাদুতে । একই ছবিতে এতো গুলো চেহারা খুবই চ্যালেঞ্জিং তারও ভাষায় ।
পরিচালক আকাশ মালাকারের এটি দ্বিতীয় ছবি । তার কথায় থ্রিল ছাড়াও ভালোবাসা এবং নানান ইমশনে ভরা এই ছবি দর্শকদের কাছে পৌঁছে দাওয়াটা সত্যিই একটা মারাত্মক ব্যাপার । এই প্রথম দর্শক একই ছবিতে একই অভিনেতাদের ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবে যেটা এর আগে হয়নি তাই বিগত দু বছর ধরে আমি নানান ভাবে গুছিয়েছি এই গল্প । মাথায় রেখেছি মেইন স্ট্রিম ঘরানাকে । মানুষ তার হিরোকে লার্জর দ্যান লাইফ দেখতে চায় আর এটা ভেবেই এই ছবি তৈরি হয়েছে । কোথাও যেন মানুষ বোর না হয়ে যায় সেটা ভেবেই গল্প বলা হয়েছে । এটা কোন অফবিট লাইন আপ স্টোরি নয় । এটা মানুষ এনজয় করবে এটাই আশা পরিচালকের । দর্শকদের কথা মাথায় রেখে টোটালি কমারসিয়াল ঘরানায় মারাত্মক থ্রিল আর মার্ডার মিস্ট্রি নিয়ে তৈরি হবে এই ছবি ।
এই ছবি তৈরি হচ্ছে এস বি ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এবং রুক্মিণী ফিল্মস অ্যান্ড এন্টারটেইন্মেন্ট এর প্রযোজনায় । ছবির প্রোডিউসার চন্দন কান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস জানিয়েছেন তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে এই ছবিটি তৈরি করবেন । তাদের কথাতেও বাংলা ইন্ডাস্ট্রির ইতিহাসে বহুরূপ অবশ্যই একটা ছাপ ফেলবেই । এবার সময়ের অপেক্ষা । আগামী বছরের শুরুর দিকেই হয়তো সিনেমার পর্দায় দেখা যাবে। এই ছবির সমগ্র টিম খুবই আত্মবিশ্বাসী এই ছবি নিয়ে।
সোহম চক্রবর্তী, ইধিকা পল , কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, ভরত কল, দেবলীনা দত্ত ,রাজা দত্ত, গোপাল তালুকদার, রাজু মজুমদারদের এক সাথে বড়ো পর্দাতে দেখা যাবে।
সোমবার কলকাতার সাউথ সিটির ওয়ারহাউসে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল জমজমাটভাবে।