আনন্দদিন প্রতিবেদক:নজরুলের ভাষায়- জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা। ধু ধু জ্বলে ওঠ ধূমায়িত অগ্নি, জাগো মাতা, কন্যা, বধূ, জাগো, ভগ্নী! সমাজের অর্ধাংশ নারী যুগ যুগ ধরে চলে আসা হরেক রকম নিপীড়ন সহ্য করে সমাজে টিকে থাকে। নিপীড়িতা নারীদের সিংহভাগই পুরুষ শাসিত সমাজে মাথা উঁচু করে কথা বলার সাহস বা কোন সুবিচার পায়? শহর কিংবা গ্রামে এমন সামাজিক সংস্কারের কোন তারতম্য থাকে না। পুলিশকে জানাতে বাধ্য হয় খুব অল্পসংখ্যক নারী। স্থানীয়ভাবে বিচার প্রার্থনা চেয়েও কোন রকম সুরাহা পাওয়া যায় না। এরকম পরিস্থিতিতে তাদের জীবনে এগিয়ে এসেছে ‘সৃষ্টি ডান্স একাডেমী’ সংস্থার কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী এসিড হামলায় আক্রান্ত নারীদের নিয়ে অনুষ্ঠান করলেন এবং তারই উদ্বোধনে অভিনেতা রুদ্রনীল ঘোষ।