IMG_20241002_194921

আনন্দদিন প্রতিবেদক:মহালয়ার দিন বাঙ্গুর এভিনিউ রেসিডেণ্টস এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠান “দেবীপক্ষে দেবীবরণ” শীর্ষক এক মনোজ্ঞ অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সহজ পাঠ নিবেদিত এক অভিনব শ্রুতিনাটক ‘দৌলতদিয়ার চিঠি – The Daulatdia Chronicle’ এর ইউটিউব প্রিমিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ময়দানের বিশিষ্ট ফুটবল কর্মকর্তা, আইএফের সহ সভাপতি সৌরভ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন অঙ্কিতা বণিক সাহা ।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্বস্তিকা মজুমদার ।
উপস্থিত ছিলেন দৌলতিয়া চিঠি’র কলাকুশলী ও শিল্পী-অর্পিতা রায়, অনির্বান দত্ত,সায়ন নাথ এবং নীলাঞ্জন ঘোষ ।


দৌলতদিয়ার চিঠি – The Daulatdia Chronicle এর ইউটিউব লিঙ্ক :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *