IMG-20250307-WA0032

PAC D BAG TOURS এর বসন্ত উৎসবের অনুষ্ঠানে এই বছরের বিশেষ ভাবনা– ‘সম্প্রীতির রঙ লাগুক সবার মনে।’ অর্থাৎ, সকলের মনের সমস্ত নেতিবাচক প্রভাবকে দূরে ঠেলে সরিয়ে দিয়ে একে অপরের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার এক নাম ‘সম্প্রীতি’ এবং এই সম্প্রীতির রেশ যেন সবার মন ছুঁয়ে যায় এই বিষয়ে প্রবল আশাবাদী ট্যুর কোম্পানির দুই কর্নধার সুমেলী এবং পার্থ।
শিল্প – সংস্কৃতির ধারক ও বাহক এই যুগ্ম অংশীদারের প্রতিটি কাজেই থাকে নতুনত্বের ছোঁয়া।প্রতিবছরের মত এইবছরও তাদের বেশ কিছু বিভাগে থাকবে চমক। বিশেষতঃ, এইবার ওড়িশার ময়ূরভঞ্জ জেলাতে রঙ উৎসব পালন হবার দরুণ সেখানকার আঞ্চলিক নৃত্যের এক বিশেষ ধারা অনুষ্ঠিত করতে চলেছেন তারা।

ময়ূরভঞ্জ ছৌ নাচের বিশেষত্ব হল এটি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মূলত উপজাতীয় এবং সামরিক শিল্পের সাথে সম্পর্কিত, এবং এতে মুখোশ পরিধান করা হয় না।

এছাড়াও আবীর খেলার সাথে সাথে থাকবে বিভিন্ন ধরনের আনন্দের আয়োজন। আশা করা যায়, PAC D BAG TOURS আয়োজিত আগামী বসন্ত উৎসব এক চমকপ্রদ অনুষ্ঠান হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *