বুলান ঘোষ:”ডাওহিল” সত্য ঘটনা অবলম্বনে কৌতূহল উদ্দীপক ভৌতিক চলচ্চিত্র। কাহিনীর সূচনায় এক দম্পতি নর্থ বেঙ্গল এ পর্বতারোহনে গিয়ে গভীর অরণ্যের ফাঁদে আটকে পড়ে। তিন মাস ধরে নিখোঁজ এই দম্পতির সন্ধানে তাদের বন্ধুরা কলকাতা থেকে নর্থ বেঙ্গলের জঙ্গলে পাড়ি দেয়। সেই স্থানে পৌঁছে তারা নিজেরাও রহস্যের জালে জড়িয়ে পড়ে। এই অবস্থা থেকে কিভাবে শেষ পর্যন্ত তারা মুক্তি পাবে সেটিকে ভিত্তি করে গল্পের মূল কাহিনী। কাহিনী চরিত্র গুলির সঙ্গে ঘটে যাওয়া অস্বাভাবিক কার্যকলাপের শেষ পরিণতি খুবই আকর্ষণীয়।
বাংলা সিনেমায় প্রথমবার জাদুবিদ্যা কেন্দ্রিক দুর্লভ ভৌতিক চলচ্চিত্র হতে চলেছে। এই রহস্য রোমাঞ্চকর কাহিনী ৮০% সুটিং এর কাজ হবে নর্থ বেঙ্গলের দার্জিলিং , কার্শিয়াং ,কালিম্পং, লেপচাজগতের পাইন বনে। এই চলচ্চিত্রটির প্রথম অংশ শুটিং শুরু হতে চলেছে চলতি বছরের আগস্টের শেষে পরবর্তী শুটিং হবে দুর্গাপূজার পর ।২০২৪ শেষার্ধে প্রেক্ষাগৃহে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলচ্চিত্রটির পরিচালক হিসেবে কাজ করছে -জিৎ চক্রবর্তী, জুয়েল সিদ্দিকী ।ছবির চিত্রগ্রাহক রূপে কাজ করছে- জুয়েল সিদ্দিকী সিনেমার অভিনয় আছে- জিৎ চক্রবর্তী ,সুমিত চৌধুরী, সৌমেন রায় চৌধুরী, বিকাশ গুপ্ত ,সুপ্রিয়া লাহা, সাক্ষী রায়।