আনন্দদিন প্রতিবেদক :শারদ পুষ্পাঞ্জলি সম্মান ২০২৫ লোগো উন্মোচন হয়ে গেল পোলো ফ্লোটেল হোটেলে । সিগওয়েজ নিবেদিত তৃতীয় বছরের পদার্পনে এ বছরের ভাবনা মাটি।
১০০ বারোয়ারী পুজো এবং ৫০টি আবাসন পুজোয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পুরস্কৃত এবং সম্মানিত করা হবে প্রকৃতির ভাবনায় জানালেন অয়োজক সংস্থার কর্ণধার ইন্দ্রানী রায় ও অরিন্দ্রজিত রায়।

শারদ উৎসব কে আরো সুন্দর করে তুলতে বিশেষ উৎসাহ প্রদানের জন্য এই শারদ পুষ্পাঞ্জলি সম্মানের আয়োজন জানালেন বিধায়ক দেবাশীষ কুমার।

লোগো প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আইপিএস শান্তি দাস বসাক, চিকিৎসক প্রসূন ঘোষ, উদ্যোগপতি তুষার কামদার , রাজেশ শেঠ,
বিশিষ্ট আলোচিত্র শিল্পী অনুপম হালদার ফুটবলার সুমিত মুখার্জি , সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ডপে মন্ডপে বিশিষ্ট জুরিদের সঙ্গে থাকছে বাম্পার প্রাইজ।