নিজস্ব প্রতিবেদক:১৪ই ফেব্রুয়ারি রোটারি সদনে অনুষ্ঠিত হলো সারস্বত সন্ধ্যা। এই দিন ধ্রুপদী সংগঠক রবীন পালকে জীবনকৃতি সম্মান অর্পণ করা হয় । বিশেষ অতিথিদের হাত দিয়ে ‘ধ্রুবসত্য’ পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রবীন পাল , শঙ্করলাল ভট্টাচার্য, অনুপ মতিলাল, বিশ্বজিৎ মতিলাল, সমর সাহা ও দেবাশিস বসু।

সেতার বাদনে ছিলেন পণ্ডিত ধ্রুবজ্যোতি চক্রবতী। তাঁর অপরূপ সংগীত পরিবেশন মানুষকে মুগ্ধ করেছে। অনুভব আনন্দম সংস্থা এই সংগীত অনুষ্ঠানটি আয়োজন করেছিল সমাজে সুস্থ সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির জন্য । তবলায় ছিলেন পণ্ডিত সমর সাহা । আবৃত্তিতে ছিলেন শ্রাবন্তী বসু। সঞ্চালনায় ছিলেন সুদীপ্তা মুখোপাধ্যায়। এই গৌরবময় সন্ধ্যায় মঞ্চে কলাকুশলীদের উপস্থিতি এক চাঁদের হাটে পরিণত হয়েছিল।