IMG-20240627-WA0019

পঞ্চমের গানের ভক্ত সর্বত্র ছড়িয়ে। কলকাতায় অমিত কুমার ফ্যান ক্লাবের আয়োজনে পালিত হলো রাহুল দেব বর্মনের ৮৫ বছরের জন্মদিন। শহরের বহু সঙ্গীত অনুরাগী আসেন মূর্তিতে মালা দিতে। ২০১৪ সালে ৪ জানুয়ারি সুরকারের প্রয়াণ দিবসে মূর্তিটি উদ্বোধন করেন অমিত কুমার।

সঙ্গে উপস্থিত ছিলেন ঊষা উথ্থুপ , ইন্দ্রনীল সেন, শীবাজী চট্টোপাধ্যায় প্রমুখ। কলকাতা পৌরসভার দেওয়া জমিতে অমিত কুমার ফ্যান ক্লাবের উদ্যোগে গড়ে ওঠে পৃথিবীর প্রথম পঞ্চের মূর্তিটি। ভাষ্কর সন্জীব নারায়ন দত্ত। সেই থেকেই বহু গুণ মুগ্ধ মানুষ আসেন সাদার্ণ অ্যাভিনিউয়ের এই মূর্তিতে মালা দিতে। কখনো স্কুল ফেরত ছাত্র ছাত্রী, নানা বয়সের ফ্যানেদের পাশাপাশি, নানা পেশার ফ্যানেদের উপস্থিতি চোখে পড়ে। দেখা গেল প্রখ্যাত খাওয়ার সরবরাহকারী সংস্থা সুইগীর ডেলিভারি ম্যানদের পঞ্চম স্মরণ আজ কলকাতা রাহুল দেব বর্মনের মূর্তির কাছে। এই ভাবেই একজন কিংবদন্তী শিল্পী বেঁচে থাকেন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *