আনন্দদিন প্রতিবেদক:স্নেহা মুখার্জীকে আমরা দেখেছি নানান রূপে।শুধু অভিনয়ের চরিত্রগুলোর কথা বলছি না, আমরা বলছি তার প্রোফেশনাল দিক গুলো।কখনও সাংবাদিকতা,কখনও সঞ্চালিকা ।যে গুলোতে জনপ্রিয়তা পেয়েছে।অভিনয় জগতেও তাকে বিভিন্ন রূপে দেখেছি। এইবার স্টেজে দেখবো এক অন্য রূপে ।
অভিনেত্রীর কাছে স্টেজ এবং রিল দুটোর অভিজ্ঞতা ঠিক কেমন জানতে চাইলে অভিনেত্রী জানালেন,” সিরিয়াল,সিনেমা বা শর্টফিল্ম-এ ভুল হলে টেক নেওয়া যায় কিন্তু স্টেজে ভুল হলে কোনো সুযোগ নেই।তাছাড়া স্টেজে দর্শকের সাথে যে ভাবে সরাসরি যোগাযোগ করা যায় সেটার একটা আলাদা অনুভুতি।”
স্নেহার আপকামিং প্রজেক্ট গুলো হলো চিরঞ্জিত ঘোষালের পরিচালনায় ও বিজয় সরকারের ক্যামেরায় আসতে চলেছে ভূমিসুতা।পুরো শুটিং টাই হয়েছিল শান্তিনিকেতনে।এবার দর্শক আমাকে একটু অন্য চরিত্রে দেখতে পাবে।এই ডিফারেন্ট চরিত্র টি খুব চ্যালেঞ্জিং। ভূমিসুতা দেখতে পাওয়া যাবে জে ডি ইনফোটেক ইউটিউব চ্যানেল এ।সামনে মুভি রিলিজ করছে পরিচালক মনজিত কুমারের ‘ভূতের প্রেম’।এরপর যাত্রাতেও এক নতুন ভূমিকায়।
এই প্রজেক্ট গুলো নিয়ে স্নেহা খুবই আশাবাদী।সবার আশীর্বাদ থাকলে আরো এগিয়ে যেতে পারবেন বলে জানালেন।