আনন্দদিন প্রতিনিধি:২৬শে ফেব্রুরারী অরফিউস মুখোটি পরিচালিত “মুখোশে মানুষে খেলা“র প্রিমিয়ার হচ্ছে গ্লোব থিয়েটারে ও রিলিজ হচ্ছে ২৮শে ফেব্রুয়ারী, ২০২৫। এই ছবিতে অভিনয় করেছেন সুব্রত দত্ত, প্রিয়াঙ্কা সরকার, জয়দীপ মুখার্জী ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছন সানন্দা ঘোষ।

সানন্দা বর্তমানে সিরিয়াল জগতে একজন পরিচিত নাম। বামাখ্যাপা, দ্বীপ জ্বেলে যাই, শ্রীচৈতন্য মহাপ্রভু, সৌভাগ্যবতী, তিতলি, মেয়েদের ব্রতকথা, মিঠাই, নিম ফুলের মধু, ফুলকি, জগদ্ধাত্রী, গীতা এল.এল.বি, আনন্দী, হরগৌরি পাইস হোটেল, রোশনাই, কোন গোপনে মন ভেসেছে ও আরো বেশ কয়েকটি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ও নিয়মিত অভিনয় করছেন।

ওনার সঙ্গে পরিচিত হয়ে অনেক কিছু জানলাম। ওনার একাডেমিক্যালি স্ট্রং ব্যাকগ্রাউন্ড। ৩টি বিষয়ে মাস্টার্স। একটি কলেজে অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন বেশ কয়েক বছর। তিনি একধারে বাচিক শিল্পী। অনেক ভয়েস ওভারের কাজ করেছেন। আবার উনি রবীন্দ্র নৃত্য ও কথক-এ সিনিয়ার ডিপ্লোমা করেছেন। অর্থাৎ তিনি ভালো একজন নৃত্য শিল্পী আবার তিনি সঙ্গীতেও বেশ পারদর্শী ও চর্চায় রয়েছেন। উনি নাট্য চর্চার সাথে ১০ বছর যুক্ত ছিলেন। অভিনয়ের তাগিদে এখন আগের অধ্যাপনার কর্মজীবন ছেড়ে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ফিল্ম এবং টেলিভিশান ইনড্রাস্ট্রিতে স্থায়ী ভাবে যুক্ত হয়েছেন।

বেশ কয়েকটি ছবিতে ও ওয়েব সিরিজেও কাজ করে ফেলেছেন। যেমন সন্তান (পরিচালক, রাজ চক্রবর্তী), বাদামী হায়নার কবলে (পরিচালক দেবালয় ভট্টাচার্য), ক্লাউন (পরিচালক ঋক চ্যাটার্জী), নীতিশাস্ত্র (পরিচালক -অরুনাভ খাসনবিশ), ১৯শে এপ্রিল (পরিচালক-অরিন্দম শীল), গোর্কির মা (পরিচালক-দেবালয় ভট্টাচার্য), বিষন্ন (পরিচালক মৈনাক ভৌমিক), উৎসবের রাত্রি (পরিচালক-অরিন্দম শীল) ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন এবং ওয়েব সিরিজ পেত্নী (পরিচালক অভিমন্যু মুখার্জী, আড্ডা টাইমস)-এ কাজ করেছেন।

সামনেও বেশ কয়েকটি ভাল ছবিতে কাজ করতে চলেছেন।অভিনেত্রী সানন্দা ঘোষের জন্য রইলো আমাদের আনন্দদিন ম্যাগাজিন ডিজিটালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।