শেখ সিরাজ : ১৫ ই ফেব্রুয়ারি শনিবার এক ভাবগম্ভীর পরিবেশে হরিপাল থানার কাশীপুর গ্রামে বিশিষ্ট কবি ও সংগীত শিল্পী তারাপদ ধলের বাড়িতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হল I কবিতা,গানে ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে তাঁর জীবন ও সাহিত্য সংগীত নিয়ে স্মৃতিচারনা করেন বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক , ডঃ রেনুপদ ঘোষ, সাংবাদিক ও কবি শেখ সিরাজ , সুশান্ত পাড়ুই , ডঃ সুহাস ভট্টাচার্য, দিলীপ সাঁতরা , পার্থ পাল, জগন্নাথ বন্দোপাধ্যায় প্রমুখ। তারাপদ ধলের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন সুফল ঘোষ, সুস্মিতা দাস, রাজেকা মল্লিক, জ্যোৎস্না হালদার, সনাতন কর, শুভ্রা ঘোষ দে, সঞ্জীব ব্যানার্জী , সৌরভ গুপ্ত সহ আরও অনেকে I সংগীত পরিবেশন করেন সুলেখা চৌধুরী , তনুশ্রী সেন, অধ্যাপিকা শ্রুতি সামন্ত প্রমুখ। আওয়ার অবলম্বনের সংস্থার পক্ষ থেকে তারাপদ ধলের স্মরণে একটি স্মরণ পত্র তুলে দেওয়া হয় তাঁর পরিবারের হাতে I সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পার্থ পাল I