✍️দিপান্বিতা মন্ডল

সোমবার সন্ধ্যায় মুক্তি পেল নতুন বাংলা কমেডি ছবি ‘কোলে বর’-এর ট্রেলার ও গান। ছবির নাম শুনেই আন্দাজ করা যায়, এর ভিতরে লুকিয়ে আছে বিয়ে, বর আর ভুল-বোঝাবুঝির জমজমাট কাহিনি। ছবিটি পরিচালনা করেছেন মৌমিতা মুখোপাধ্যায় এবং প্রযোজক হিসেবে রয়েছেন রাজু মন্ডল, প্রযোজনা সংস্থা গ্রিন চিলি প্রোডাকশন। সংগীত পরিচালনায় কেডি ও অমিত ঘোষ। মুক্তি পাচ্ছে আগামী মাসেই।

‘কোলে বর’ একটি পারিবারিক কমেডি ছবি, যার কেন্দ্রে রয়েছে বিয়ে নিয়ে একের পর এক বিপত্তি। পাত্র-পাত্রী ঠিক, বিয়ের তারিখ পাকা, সবই ঠিকঠাক চলছিল—হঠাৎ বর উধাও! এই অপ্রত্যাশিত ঘটনায় দুই পরিবার পড়ে চরম অস্বস্তিতে। এরপর এক অদ্ভুত সিদ্ধান্তে হাজির হয় নিতবর ‘গুল্লু’। এরপর যা ঘটে, তা একগুচ্ছ ভুল বোঝাবুঝি, হাসির মুহূর্ত আর আবেগ মেশানো এক সুন্দর গল্পে পরিণত হয়। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন সুমন বিশ্বাস (ভোলানাথ), বরনালী দে (পিকু), বিশ্বজিৎ চক্রবর্তী, পিঙ্কি ব্যানার্জি, শুভমিতা মুখোপাধ্যায় সহ একঝাঁক দক্ষ অভিনয়শিল্পী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো টিম। ট্রেলার আর গান, দুটোই দর্শকদের মুখে হাসি ফোটাবে বলেই আশা।

পরিচালিকা মৌমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, “এটা এমন এক গল্প, যেখানে প্রতিটি চরিত্র খুব জীবন্ত। আমরা সবাই চেয়েছি এমন কিছু বানাতে, যা দেখে মানুষ মন খুলে হাসবে, আবার ভাববেও।”

বিয়ে বাড়ির কাণ্ডকারখানা আর একরাশ হাসি নিয়ে তৈরি এই ছবি হলে গিয়ে না দেখলেই নয়!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *