IMG-20240921-WA0017

আনন্দদিন প্রতিবেদক:বাংলা সিনেমা AK47 পরিচালনা করেছেন বিপ্লব কয়াল। প্রযোজনা করেছেন শ্যামাপদ চ্যাটার্জি, ভরত প্যাটেল এবং সুভাষ চ্যাটার্জি।

অভিনয়ে আছেন আকাশ, সুস্মিতা, রজতাভ দত্ত, পার্থ ঘটক, খরজ মুখার্জী, পীযূষ পালন, পিঙ্কি ব্যানার্জী, অরিত্র ঘোষ, প্রদীপ ভট্টাচার্য, দীপ দাস, ইন্দ্রাক্ষী দে, শঙ্কর দত্ত, শক্তি দে, নিপুন মল্লিক, রানা প্রতাপ এবং ধীমান ভট্টাচার্য একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
চিত্রগ্রাহক ও সম্পাদক: বিদ্যুৎ হালদার (বুবে)। গল্প, চিত্রনাট্য, সংলাপ ও চিত্রনাট্য: বিপ্লব কায়াল এবং দল
সঙ্গীত পরিচালকঃ দীপঙ্কর ঘোষ
গায়ক: নাকাশ আজিজ, অর্ণব দত্ত, অর্কদীপ মিশ্র এবং রিতু পাঠক| গানের কথাঃ দীপঙ্কর ঘোষ ও এমডি নাজমে আলম |
কোরিওগ্রাফি: স্বপন গায়েন, সমীর জয়সওয়াল এবং টোটন মাজি

ছবির সংক্ষিপ্ত কাহিনি:কলকাতার অপরাধ জগতের mastermind জনিভাই এর পুরো পরিবার কে শেষ করে তার জায়েগা দখল করেছে আন্নাভাই। জনিভাই বিভিন্ন লোক কে আন্নাভাইকে মারার জন্য সুপারি দিতে থাকে কিন্তু আন্নাভাইয়ের নাম শুনেই সকলে ভয় পায়। এমন সময় কলকাতার নতুন sp জনিভাই এর সাথে দেখা করতে আসে ও আন্নাভাই কে মারার contract নেয়। এই খবর আন্নাভাই পেয়ে যায় এবং সে তার অনুচর ak কে খবর পাঠায়। ak sp কে একটা godown এর মধ্যে shoot করে দেয়। এর ফলে পুলিশ মহলে তার নামে arrest warrent বেরিয়ে যায়। আন্নাভাই তখন তাকে দূরের একটা গ্রামে পাঠিয়ে দেয়। সেই গ্রামে বিসবা মালিক এর কথার ওপর কেউ কথা বলার সাহস পায় না। সেইখানে বিসবা একটা চুল্লুর ঠেক চালায়। গ্রামের সব লোকজন কে জোর করে সেই ঠেকে কাজ করানো হয় এবং ভুল হলেই মেরে ফেলা হয়। ak ও তার দুই সঙ্গী গনেশ ও গব্বর সেইখানে পৌছিয়ে যায়। গ্রামের লোকজন প্রথমে তাদের দেখে ভয় এবং অসস্তি পেলেও পরে তারা বুঝতে পারে যে ak তাদের বিসবার দলের হাত থেকে বাঁচাতে এসেছে। বিসবার দলের সাথে ak র লড়াই হয়। বিসবার অনুচর নান্টি কে ak মেরে ফেলে দেয়। বিসবা তখন ak কে মারবার জন্য তার ভাই জুরাকে খবর পাঠায়। ওদিকে একে গ্রামের মেয়ে সীতার প্রেমে পড়ে যায়। কিন্তু সে জানতে পারে যে সীতার cancer হয়েছে। সে আর বেশিদিন বাঁচবেনা। এমন সময় ak খবর পায় যে জুরা গ্রামের লোকদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলছে। সে তখন জুরার দেরাতে যায় এবং জুরা ও তার দলবল কে ঘায়েল করে সবাই কে উদ্ধার করে নিয়ে আসে। এরপর সে সীতাকে বিয়ে করতে যায়। কিন্তু বিয়ের আসরেই সীতা মারা যায়।

ছবির ট্রেলার লিঙ্ক:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *