IMG-20240927-WA0016

নিজস্ব প্রতিবেদক:কুট্টুস আসলে শৈশব। হাসিতে খুশিতে নিষ্পাপ শিশুর পথচলা। আনন্দ, সুখ দুঃখের মেঘের মতো স্বপ্ন গুলোকে নিয়ে টলোমলো পায়ে ভেসে চলার এক পারিবারিক চিত্র কল্প। বলিষ্ঠ ভাবনার অনায়াস সহজ বিচরণে ঋদ্ধ কুট্টুস। লক্ষ্য বিনোদন। কুট্টুস বাংলার নিজস্ব কৃষ্টি তে গড়ে ওঠা সব বয়সের বাঙালীর ও বাংলার আপন জীবনকথা। চরিত্র ও ঘটনার ওঠাপড়ার নিমগ্ন এক সহবাস। গল্প শেষে তৃপ্তির ঢেকুর উঠবেই। কুট্টুস এর ব্রান্ড মন্ত্র তাই সেরা মননে তুমুল আনন্দ মাখা নিশ্চিত এক প্লাটফর্ম। যে প্লাটফর্ম থেকে একটা একটা করে মন কাড়া গল্পের রাজধানী এক্সপ্রেস ছাড়বে। কুট্টুস বাংলার বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠবে আগামীতে।

কুট্টুস এর বিনোদনের বিশ্বে থাকছে ভিডিও ও অডিওর মেলবন্ধন। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, থিয়েটারের সঙ্গে নাচ, গান, পডকাস্ট এবং ভিন্ন মুখী সাক্ষাৎকার।

কুট্টুস আপনাদের কাছে নিয়ে আসছে সেই সব সেরা ছবি যার গল্প গুলি ধ্রুপদী বিশ্বে বিশেষ ভাবে পরিচিত।

কুট্টুস এর বিনোদনের ঝুলিতে অন্যতম সম্পদ হল সঙ্গীত। যার আয়োজন ভিন্নমুখী। পরিচিত ও অপরিচিত মেধার সৃষ্ট সম্ভার পৌঁছবে নবীন ও প্রবীন সব শ্রোতার কাছে। কুট্টুস এর দর্শন সহজ। সরল। বাংলার উন্নত হৃদয়গ্রাহী সংস্কৃতি কে নতুন

আঙ্গিকে তুলে ধরা। আগামী শ্রোতাদের ও দর্শক এর বিনোদনের নয়া স্বাদে নিশ্চিত লগ্নি। শৈল্পিক বাংলার বিনোদনের সঠিক উত্তরাধিকার অবশ্যই কুট্টুস।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ‘কুট্টুস’-এর আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন অনির্বান সেন,মনীষ ঘোষ(পরিচালক),আসিস সেন(কুট্টুস প্রযোজক),চন্দন সেন(অভিনেতা-পরিচালক),দেবপ্রতিম দাসগুপ্ত(পরিচালক), অরূপ-প্রণয়(সঙ্গীত পরিচালক) প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *