IMG_20240824_191753_1

আনন্দদিন প্রতিবেদক: সুমিত্রা প্রকাশনী’র আয়োজনে সম্প্রতি কলকাতার চারুবাসনায় কবি জয়ন্ত দে তারক-এর চারটি কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ হয়ে গেল। সঙ্গে ছিলো ‘এই মুহূর্তের বাংলা কবিতা’ নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা। আলোচনায় ছিলেন বিশিষ্ট কবি অদিতি বসুরায় ও জয়ন্ত দে তারক। এদিন জয়ন্ত দে তারক-এর যে চারটি কবিতার বই প্রকাশ পেল সেগুলো হলো-‘জিরাফ কিন্তু সবই দেখে’,’যূথচর’,’অন্তর দেখা আয়না’,’অন্তর দেখা আয়না’।

বাগডোগরার মতো প্রত্যন্ত এলাকা, যেখানে মূলত ডিফেন্স, এয়ারফোর্স ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার ভিন্ন ভাষা ভাষী মানুষের বাস, বিস্তীর্ণ এলাকার মাঝে একটি মাত্র বাংলা স্কুল, সেখানেই জয়ন্ত-র বেড়ে ওঠা।পারিবারিক পরিসরে ও সাহিত্য চর্চা র প্রাধান্য ছিল না।
বন্ধু সঙ্গ বাদ দিয়ে ছোটো ছোটো কবিতা লেখার প্রচেষ্টা দিয়ে সাহিত্যচর্চার শুরু। এরই মাঝে শিল্পকলার প্রতি আগ্রহ প্রকাশ পেতে থাকে, কখনও তবলার লহরীতে ডুব দিয়েছেন, একটা সময় নাটক ও প্রবল ভাবে আকর্ষণ করেছে কবি মনকে, মহড়া, নির্দেশনা, আলোক বা স্বরের প্রক্ষেপণসহ অভিনয় নাটকের প্রতিটি স্রোতকেই আত্মস্থ করার চেষ্টা করেছেন নিষ্ঠার সঙ্গে। কিন্ত কবিতার চর্চায় ঘাটতি পড়েনি কখনও।

এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গান, নাচ ও কবিতা আবৃত্তিও দর্শকদের মুগ্ধ করে।ব্রততি পরম্পরা-র নিবেদনে ‘কলকাতা তুমি ছুঁয়ে থেকো কবিতারই হাত’ উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এদিন আবৃত্তি পরিবেশন করেন বুলা বাগচী, ইন্দ্রানী রায়চৌধুরী প্রমুখ।সঙ্গীত পরিবেশন করেন পৌলমী মন্ডল।এছাড়াও পরিবেশিত হয় নৃত্যলেখ্য।নৃত্যলেখ্য পরিবেশন করেন সোমা মুখোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রততী দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *