IMG-20250925-WA0015

আনন্দদিন প্রতিবেদক: ভারতের বৃহত্তম হসপিটালিটি কোম্পানি দি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি (IHCL), আজ পশ্চিমবঙ্গে তাজ গঙ্গা কুটীর রিসর্ট অ্যান্ড স্পা, রায়চক খোলার কথা ঘোষণা করল। গঙ্গার শান্ত তীরে অবস্থিত এই নদী-ঘেরা কোণ বাংলার মনোরম গ্রামদেশের প্রতি নিবেদিত এক আবেগঘন কবিতার মত।

পুনীত ছতওয়ল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার, IHCL, বললেন “রাজকীয় গঙ্গা নদী আর বঙ্গোপসাগরের সঙ্গমের কাছে অবস্থিত রায়চক এমন এক অনন্য পরিবেশ উপহার দেয় যা বাংলার সমৃদ্ধ নির্যাসের প্রতিফলন। তাজ গঙ্গা কুটীর রিসর্ট অ্যান্ড স্পা লঞ্চের মাধ্যমে IHCL আমাদের দেশের ব্যতিক্রমী জায়গাগুলোতে নিজেকে সম্প্রসারিত করার প্রতি দায়বদ্ধতা আরও একবার প্রমাণ করল।”

১০০ একর বিস্তৃত বিরাট এলাকায় তৈরি তাজ গঙ্গা কুটীর রিসর্ট অ্যান্ড স্পা, রায়চক-এ আছে ১৫৫ খানা সুচিন্তিত ডিজাইনসম্পন্ন ঘর এবং স্যুইট। এগুলোতে এক ধরনের গ্রাম্য আকর্ষণ রয়েছে এবং এগুলো থেকে গঙ্গার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায়। অতিথিরা কিউরেট করা খাবারদাবার উপভোগ করতে পারেন এই রিসর্টের সিগনেচার রেস্তোরাঁ মাচান আর হাউজ অফ মিং-এ। এই দুই রেস্তোরাঁর অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে গঙ্গাতীরের মৃদু ছন্দের দোলা। রিভার ভিউ লাউঞ্জ আর ভেরান্দা লাউঞ্জ বিশ্রাম নেওয়ার জন্যে খোলামেলা পরিবেশ জোগায়, অন্যদিকে ইনফিনিটি-এজ পুল, আউটডোর পুল আর অত্যাধুনিক ফিটনেস সেন্টার তাজা হয়ে ওঠার এবং অবসর বিনোদনের সুযোগ দেয়। সঙ্গে আছে ইনডোর ও আউটডোর খেলাধুলোর সুযোগ। এই রিসর্টে তাজের সিগনেচার স্পা – জে ওয়েলনেস সার্কল-ও থাকবে, যা সামগ্রিক সুস্থতার অভিজ্ঞতা জোগাবে। ৭০,০০০ বর্গফুটের বেশি বহুমুখী ব্যাংকোয়েটিংয়ের জায়গা থাকা তাজ গঙ্গা কুটীর রিসর্ট অ্যান্ড স্পা বিরাট উৎসব উদযাপন, ডেস্টিনেশন ওয়েডিং এবং কর্পোরেট রিট্রিট হিসাবে আদর্শ।

হর্ষবর্ধন নেওটিয়া, চেয়ারম্যান, অম্বুজা নেওটিয়া গ্রুপ, বললেন “IHCL-এর সঙ্গে আমাদের সফল পার্টনারশিপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এবারের উৎসবের মরশুমে আমরা তাজ গঙ্গা কুটীরের উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটা রায়চকে ‘কুটীর’ কালেকশনের পঞ্চম সম্পত্তি। এই উন্নয়ন কেবল হসপিটালিটির উৎকর্ষের প্রতি আমাদের যৌথ দায়বদ্ধতার সম্প্রসারণ নয়, এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা পূরণ এবং স্থানীয় জীবিকার লালনপালনের দিকেও একটা পদক্ষেপ। ”


ছবির মত রাস্তা দিয়ে কলকাতা থেকে গাড়িতে রায়চক যেতে লাগে মাত্র ২.৫ ঘন্টা। গঙ্গার ধারে এই জায়গাটায় আছে দুর্গের মত সব স্থাপত্য আর নদীতীতের সৌন্দর্য। অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন, গ্রামে ঘুরে বেড়াতে পারেন আর বাংলার বিখ্যাত চায়ের ব্লেন্ডগুলো উপভোগ করতে পারেন এমন এক পরিবেশে, যা এই অঞ্চলের চিরকালীন মেজাজের উদযাপন।

আরও জানতে আসুন তাজ গঙ্গা কুটীর, রায়চক ওয়েবসাইটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *