IMG-20241123-WA0006
  • JJ production এবং সহযোগী
  • Tollycraftss এর উদ্যোগে আসছে নতুন বাংলা ছবি “আনন্দী” (নারীদের প্রতিশোধের লড়াই)


“আনন্দী” ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রিয়াংকা রায়, দিলরাজ, জিতেন্দ্র নাহার, মৌমিতা অধিকারী,এবং আরো নবাগত অভিনেতা অভিনেত্রীরা ।


নতুন কলাকুশলী দের ছবিতে সুযোগ দেওয়ার কথা জানতে চাইলে *কুণাল ভান্ডারী এবং *Tollycraftss* এর পরিচালক অভ্রদ্বীপ দত্ত উত্তর দেন তারা নতুন দের সুযোগ দিতে চান, তাই তারা নিজেদের সংস্থা Tollycraftss যেখানে নবাগত দের নিজের হাতে তৈরি করে প্রশিক্ষণ দিয়ে তাদের সুযোগ করে দেয় কাজের ।


আনন্দী “সিনেমার সমস্ত কাস্টিং তারা নিজেদের ছাত্র ছাত্রী দের কেই করেছেন । এই সিনেমার অন্যতম চমক এই ছবির গান ,যা টলিউডের প্রত্যেক জনতার নজর এবং মন আটকে থাকবে ।বলিউডের সংগীত শিল্পী অদিতি সিং শর্মা এবং বাংলাদেশ এর রুবেল খন্দকার এর গান শোনা যাবে এই সিনেমাতে ।

প্রসঙ্গত ভাবে এই সিনেমাতে প্লে ব্যাক সিঙ্গার হিসেবে রুবেল খন্দকার কে ইন্ডিয়াতে লঞ্চ করল TOLLYCRAFTSS এর কর্ণধার প্রিয়াঙ্কা দাসবাসু


খুব শীঘ্রই আনন্দি সিনেমা আসছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *