✍️শেখ সিরাজ
নাসেরদা তুমি চলে গেলে ছেড়ে
জানি না সে কোন দিক,
তুমি গীতিকার কণ্ঠশিল্পী
কবি ও সাংবাদিক।
জন্মভূমি তো ধনিয়াখালির
হিরণ্যবাটী গ্রাম,
পিতা রওশন আলি মল্লিক
চিরপরিচিত নাম।
চলে গেলে তুমি পুত্র কন্যা
কোহিনূর স্ত্রীকে রেখে,
দাদা, ভাইবোন ভাইপো ভাইঝি
পাবে না তোমাকে ডেকে।
গ্রামে সেরা এক পত্রিকা ছিল
তোমার গ্রামান্তর
কত না লেখক বন্ধুকে পেলে
কাউকে ভাবোনি পর।
দাদা নৌশাদ মল্লিক আজও
সমাজের সেবা করে,
খবরের স্পন্দন পত্রিকা তাঁর
পরিচিত ঘরে ঘরে।
আমাদের ছেড়ে কোথায় তুমি তা
কেউ আজ জানি নাকো,
যেখানেই আছো চিরসুন্দর
চিরশান্তিতে থাকো।