কাহিনী চিত্র:- “এ মন তোকে দিলাম”
পরিচালনা: কঙ্কন ভট্টাচার্য
গল্পের শুরু-
শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজ, প্রতি বছরের মত এ বছর শুরু করেছে "west Bengal Motor Rally Competition", এ বছরে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেছে এই ৱ্যালিতে, সবার নজর ছিল কে এ বছর প্রথম হবে, কারণ গত কয়েক বছর এই কলেজের ছাত্র রাজা শিকদার পরপর প্রথম হয়েছে, কিন্তু রাজা শিকদার এই বছর অংশ গ্রহণ করেনি, তার পরিবর্তে অংশ গ্রহণ করে এই কলেজের ছাত্রী পূজা চৌধুরী, যার স্বপ্ন ছিল সে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে নিজেকে সবার কাছে সেরা প্রমাণ করবে, কারণ পূজার জেদ ছিল সে প্রথম হবে, কিন্তু তার এই স্বপ্নে আশায় আগুন লাগলে যেমন দমকল জল ঢেলে নিভিয়ে দেয় ঠিক তেমনি পূজার স্বপ্নে সব আশায় জল ঢেলে নিভিয়ে দেয় প্রেম।
প্রেম এ বছর কলকাতা থেকে তার দিদির রুপলেখার অনুরোধে এই শিলিগুড়ির কলেজে ভর্তি হয়েছে, এই মোটর ৱ্যালি প্রতিযোগিতায় সে পূজাকে হারিয়ে প্রথম স্থান অর্জন করে, এখানে প্রেমের জিত ও পূজার হার হয়।, পূজা কিছুতেই এই হারকে মেনে নিতে পারে না, পূজার মনে শুরু হয় বদলা নেওয়ার অঙ্ক, কারন পূজা আজ পর্যন্ত যা চেয়েছে তাই পেয়েছে, অবিনাশ চৌধুরীর একমাত্র মেয়ে এই পূজা, আজ পর্যন্ত অবিনাশ চৌধুরী মেয়ের সব আশা তার সব চাহিদা পূরণ করেছে, কোনো কিছুর অভাব রাখেনি, এমন কি পূজার কোন কিছুর অভাব হয় নি, তাই পূজা এই হারকে মেনে নিতে পারছে না, পূজা মনে মনে নানারকম ফন্দি করে কি ভাবে এই হারের প্রতিশোধ নেবে, এবং প্রেমের উপর বদলা নেবে, সে এমন শিক্ষা দিতে চায় যাতে প্রেম কোনদিন ভুলতে না পারে, শুরু হয় প্রতিশোধের হিসাব নিকাশ।
পূজা দেখতে খুব সুন্দরী, কলেজের সব ছাত্র তার প্রেমে পাগল, সবাই পূজার প্রেমে পড়তে চায়, সবাই পূজার সাথে প্রেম করতে চায়, ভালবাসতে চায়, কিন্তু পূজা কাউকে পাত্তা দেয় না সে ভীষণ দেমাক ও জেদ নিয়ে থাকে, এদিকে কলেজের রাজা শিকদার পূজাকে ভালোবাসে, কিন্তু রাজা কোনদিন পূজাকে তার মনের কথা ভালোবাসার কথা বলতে পারেনি, এদিকে প্রেম কলেজে আসার পর ধীরে ধীরে সবার মনে পরিবর্তন আসে।
এই কলেজের আর এক ছাত্রী বৃষ্টি রাজাকে ভালোবাসে, সে কথা বৃষ্টি কোনদিন রাজাকে বলতে পারেনি, যে যার ভালোবাসার কথা নিজের মনের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছে, যত দিন যায় সবার মন পাল্টাতে থাকে, যে পূজা একদিন প্রেমের উপর মোটর ৱ্যালি হারের বদলা নিতে চেয়েছিল, সেই পূজা কখন যে প্রেমের মনকে জয় করে নিয়েছে তা সে বুঝতেও পারেনি, নিজের অজান্তে সে প্রেমকে ভালোবেসে ফেলে, এদিকে কলেজের ছাত্র রাহুল রাজাকে বলে পূজা কেমন যেন একটু একটু করে পাল্টে গেছে, পূজা প্রেমের প্রতি দুর্বল হয়ে পড়েছে, রাজা রাহুলের কথা শুনে নিজের মনের মধ্যে ভীষণ আঘাত পায়, রাজা রাহুলের কথা বিশ্বাস করে না, রাজা ঠিক করে সে এবার তার মনের কথা পূজাকে সব খুলে বলবে তার ভালবাসার কথা, রাজার মনে মনে ভয় হয় যদি পূজা মেনে না নেয়।
ওপর দিকে বৃষ্টি নিজের মনের কাছে প্রশ্ন করে সে তার ভালবাসার কথা রাজাকে খুলে বলবে, কিন্তু রাজা কি তার ভালবাসার কথা স্বীকার করে নেবে? আবার পূজা সারা দিন রাত প্রেমের কথা ভেবে চলে, এক দিন প্রেম পূজাকে কিছু ছেলের হাত বাঁচিয়ে ছিল, ধীরে ধীরে পূজার মন আজ আর বদলা বা প্রতিশোধ নিতে চায় না, তার মনে ভালোবাসার ফুল ফুটেছে, তার মনে বসন্তের বাহার লেগেছে, তার মন শরতের আকাশে ভেসে যাওয়ার তুলের মেঘের মত কোথায় যেন হারিয়ে গেছে, আবার কখনও পূজার মনের মধ্যে আষাঢ়ের কালো মেঘ জমতে থাকে তার মনে ভয় জন্মদিন নেয় কারণ পূজা বুঝে উঠতে পারে না কি করে সে প্রেমকে তার মনের কথা তার ভালোবাসার কথা বলবে, যদি প্রেম তাকে ফিরিয়ে দেয়, আবার পূজা মনে মনে ভাবে প্রেম কি অন্য কাউকে ভালোবাসে, কিন্তু সে কে? এই নিয়ে চলে বন্ধুদের মধ্যে টানাপোড়েন, মনের মধ্যে একটা ঠান্ডা লড়াই। সবাই কি পারবে তাদের মনের কথা একে অপরকে বলতে।
"এ মন তোকে দিলাম"- সত্যি এ মন কে কাকে দিল, আর কে কার মন জয় করল, এটা জানতে অবশ্যই দেখতে হবে "এ মন তোকে দিলাম"।
ডিরেক্টর-
কঙ্কন ভট্টাচার্য
প্রোডিউসার-
টলিউড ক্যাম্পাস
স্ক্রিন প্লে-
রবি শঙ্কর, কঙ্কন ভট্টাচার্য
ডিওপি-
অরিন্দম ভট্টাচার্য (মুম্বাই)
মিউজিক-
বাপ্পা লাহেড়ী, সোহেল সেন (মুম্বাই)
কাস্টিং-
রোহন ভট্টাচার্য
রিত্তিকা সেন
সুজয় ঘোষ
বিশ্বজিৎ চক্রবর্তী
অঞ্জনা বাসু
রজতাভ দত্ত
অরুন ব্যানার্জী
রবি শঙ্কর (মুম্বাই)
মধুমিতা গুপ্ত
অরুন মুখার্জি
নারায়ণ রায়
রঞ্জন ভট্টাচার্য
প্রিয়াঙ্কা ভট্টাচার্য