নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালী অঞ্চলে স্বাধীনতা দিবস পালিত হল। সকাল সাড়ে সাতটায় তৃণমূল কংগ্রেসের চক-হিরণ্যবাটী বুথ কমিটির অফিসে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ সাংবাদিক নৌসাদ মল্লিক। হিরণ্যবাটি নবারুণ সংঘের জাতীয় পতাকা উত্তোলন করেন গ্রামের প্রাণপুরুষ নৌশাদ মল্লিক। হিরণ্যবাটী মল্লিক পাড়ায় রওশন আলি মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসার পতাকা উত্তোলন করেন মাদ্রাসার সম্পাদক নৌশাদ মল্লিক।রাজেকা মল্লিক, ঐন্দ্রিলা পাল সহ সংগীত পরিবেশন করে ছাত্রছাত্রীরা। শিবাইচন্ডী আরোহন ইংলিশ অ্যাকাডেমির জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রিন্সিপাল দেবাশীষ দোলুই। স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন স্কুলের কার্যকরী সভাপতি নৌশাদ মল্লিক। স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্কুলে একটি সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাডেমীর রেক্টর আলপনা চ্যাটার্জি। সঞ্চালনায় ছিলেন অ্যাসিট্যান্ট প্রিন্সিপাল শতদল সিংহ রায়।