IMG-20250301-WA0032

আনন্দদিন প্রতিবেদক:প্রকাশিত হলো দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির ক্যালেন্ডারে ‘সলিল অ্যাট হান্ড্রেড’, দমদমের ঐতিহাসিক এইচ.এম.স্টুডিও-তে। নিবেদন করলেন সেরাম গ্রুপ। উপস্থিত ছিলেন অন্তরা চৌধুরী, দেবজ্যোতি মিশ্র, রকেট মন্ডল, সৌম্য দাশগুপ্ত, সেরাম গ্রুপের ডিরেক্টর, সঞ্জীব আচার্য্য, দ্যা ড্রিমার্স এর সুদীপ্ত চন্দ,লতা গীত কোষের সঙ্কলক-সম্পাদক স্নেহাশীষ চট্টোপাধ্যায়, সংগ্রাহক দেবাশিস মুখোপাধ্যায়, পরমানন্দ চৌধুরী । অনুষ্ঠানটা নান্দনিক ভাবে উপস্থাপনা করেন দেবাশীষ বসু।

এক সময় হিজ মাস্টার্স ভয়েস ছিল ভারতীয় সঙ্গীতের পীঠস্থান। গ্রামোফোন এর সামনে বসে থাকা ‘নিপার’ যেমন তার মাস্টার এর কন্ঠ শুনতো, গ্রামোফোন ডিস্কে প্রজন্মের পর প্রজন্ম, বেশ কিছু দশক ধরে একই ভাবে সঙ্গীত জগতের বহু মাস্টার্সদের গান শুনেছেন। সে নয় গান শোনার কথা। কিন্তু শুনতে গেলে তো গানকে আগে রেকর্ড করতে হবে। সেই কাজটা ভারতের যে, যে প্রান্তেই হতো, তার মধ্যে অন্যতম দমদমের এই এইচ.এম.ভি এর রেকর্ডিং স্টুডিও। এখন যা সারেগামা ইন্ডিয়া লিমিটেড।

বাংলার হেন কোনো শিল্পী নেই যিনি এই ফ্লোরে রেকর্ডিং করেননি। সঙ্গীত শিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, চিত্র পরিচালকদের মধ্যে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ সহ আরো অনেকে, সুরকারদের মধ্যে নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী এর কথা তো অনস্বীকার্য।

অসংখ্য কালজয়ী গানের জন্ম এই রেকর্ডিং স্টুডিওতেই । এই বছর কিংবদন্তি সুরকার -গীতিকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। সেই উপলক্ষে সেরাম গ্রুপ নিবেদন করলেন ‘সলিল অ্যাট হান্ড্রেড’ এক বিশেষ দেওয়াল ক্যালেন্ডার। উদ্যোগে দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির কর্ণধার সুদীপ্ত চন্দ। কখনো সন্দেশ পত্রিকার প্রচ্ছদ, কখনো বা সোনার কেল্লা পঞ্চাশ বছর, কখনো সৌমিত্র চট্টোপাধ্যায় তো কখনো উত্তম কুমার, দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির ক্যালেন্ডারে সবসময়ই থাকে এক স্মৃতিমেদুরতার হাতছানি।

সুদীপ্ত চন্দ, দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির কর্ণধার জানালেন, “এবছরের ক্যালেন্ডারে আছে সলিল চৌধুরী সুরারোপিত বেশ কিছু জনপ্রিয় পাশাপাশি তেমন জনপ্রিয় নয় এমন হিন্দী এবং বাংলা ছায়াছবির বুকলেট কভার, পোস্টার, তৎকালীন এইম.এম.ভি-এর দমদম স্টুডিওতে সলিল চৌধুরীর গান রেকর্ডিং এর বেশ কিছু মুহূর্ত। সাগর সেন, বনশ্রী সেনগুপ্ত, দেবজ্যোতি মিশ্র, অন্তরা চৌধুরী সহ সলিল চৌধুরীর বেশ কিছু কম বা না দেখা ছবি। ক্যালেন্ডারে বুকলেট দিয়ে সহযোগিতা করেছেন বিশ্বাস নেরুরকার, কলকাতার দেবাশীষ মুখোপাধ্যায়, পরমানন্দ চৌধুরী। পোস্টারের ছবি ব্যাবহৃত হয়েছে আমার সংগ্রহ থেকে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *