IMG_20250214_134702

আনন্দদিন প্রতিবেদক:’ডি সুধীর প্রোডাকশনস’-এর হাত ধরে মিউজিক ভিডিও রূপে আজ সমাজমাধ্যমে মুক্তি পেল ‘তোর নামে নীল খামে’, এবং ‘চল পালাই’ নামাঙ্কিত দুটো আধুনিক গান।

গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন।

সাংবাদিক সম্মেলনে গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত বললেন,”তারা কাজ করে মজার ছলে। খুনসুটি তো চলতেই থাকে, তবে আজ এই বিশেষ দিনে ৮ ই ফেব্রুয়ারী ২০২৫ গানের উন্মুক্ত আকাশ খুলতে পেরে আনন্দিত। “

রাখি দত্ত জানালেন,”আজ এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পাশাপাশি দিনটি বিশেষ “প্রস্তাব” মূলক। সদাহাস্য কাইজার খান – আনন্দের বার্তায় দেন হাসি মুখে। এবং সকলের ভালো লাগবে এই আশায় করেন উজ্জ্বল ব্যক্তিগণ।”

মিউজিক ভিডিও দুটোয় গানের সাথে অভিনয়ে কাইজার খান এবং অভিনেত্রী দেবলীনা দত্ত ও সুনন্দা-কে দেখা যায়।
প্রেমের দিবসে মিউজিক ভিডিও দুটি সকলের মন জয় করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *