পূজোর উৎসব আরম্ভ হয় তাহাদের সাথে, ‘তাহারা’ অর্থাৎ দেউলটি- কোলাঘাট অঞ্চলের এক বৃদ্ধাবাসের আবাসিকদের সাথে। শহর কলকাতা থেকে একদল যুবক-যুবতী নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নতুন কাপড় জামা ইত্যাদি সাথে নিয়ে, প্রতি বছর দূর্গাপূজার শুরুর ঠিক আগেই পৌঁছে যায় তাদের কাছে এবং সেইসাথে সেইদিন এক দারুণ দ্বিপ্রাহরিক ভোজের আয়োজন করে । শুধু তাই নয়, গোটা দিন এই দলটি সময় কাটায় এই সমস্ত বৃদ্ধ মানুষগুলির সাথে, যাদের সাথে সময় কাটানোর আসলে কেউ নেই। শুনে নেয় তাদের সুখ দুঃখের কথা, তাদের জীবনের গল্পগুলো,আর সেইসঙ্গে অনুধাবন করার চেষ্টা করে তাদের মানসিক কষ্ট।এছাড়া বিভিন্ন সময় তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা অথবা চিকিৎসক নিয়োগ করে বৃদ্ধ আবাসিকদের শারীরিক মেরামতির সঠিক বন্দোবস্তও তারা করে থাকে।
গত ১১ বছর ধরে এই নিয়মের বেগতিক হয়নি। এই সমগ্র পরিকল্পনার অগ্রভাগে আছে শীর্ষেন্দু এবং বিশ্বজিৎ নামের দুই তরুন। এগারো বছর আগে যখন এই পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ শুরু হয়েছিল তখন সেই বৃদ্ধাবাসে আবাসিকের সংখ্যা ছিল মাত্র ২৬ জন, বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ৭০। এখন শীর্ষেন্দুর পাশে আয়োজকের সংখ্যাও বেড়েছে, যোগ হয়েছে PAC D BAG TOURS এর পক্ষ থেকে সুমেলী এবং পার্থ, এছাড়া সঞ্জয়, প্রবীর, শচীন, শঙ্কর, প্রিয়াঙ্কা,সমাপ্তি এবং আরো অনেকেই।
মুখ্য আয়োজক শীর্ষেন্দু পালের কথায়, ‘জীবনে আনন্দ পাওয়ার উদ্দেশ্যে অনেক কিছুই করে থাকি , কিন্তু অন্য কোন কিছুতেই মনের সুখ হয় না। জীবনের আসল শান্তির অনূভূতিটা এনাদের দেওয়া আশীর্বাদে পেয়ে থাকি। প্রার্থনা করি,যেন সবসময়ের জন্য তাহাদের পাশেই থাকতে পারি, তাহাদের কথা শুনতে পারি।’