IMG-20250216-WA0000

নিজস্ব সংবাদদাতা: ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে চলে গেলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ষাটের দশকের হুগলি জেলার কৃষক আন্দোলনের নেতা, দলিল লেখক সমিতির সর্বভারতীয় সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক এবং ধনিয়াখালি থানার গণ-আন্দোলনের অন্যতম নেতা সুবল পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল সাতাশি বছর I তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র ,কন্যাসহ অসংখ্য গুণ মুগ্ধদের I তাঁর সততা ও নির্ভিকতা স্মরনীয় হয়ে থাকবে রাজনৈতিক মহলে I তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিপিআই এমের ধনিয়াখালি শাখার প্রাক্তন নেতা অসিত পাঠক, শক্তি দাস , অরুণ মুখার্জি, দিলীপ মুখার্জী, বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক, ডাঃ শেখ রাজীব, সাংবাদিক ও কবি শেখ সিরাজ, অধ্যাপিকা পিনাকী ভট্টাচার্য এবং দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *