নিজস্ব প্রতিবেদক:গত ১২ই জানুয়ারী ২০২৫ চন্দননগর বইমেলাতে হল এক বিশেষ অনুষ্ঠান। এক আলোচনা সভা পরিচালক তপন সিংহের জন্ম শতবর্ষ উপলখ্যে। এবং এই অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন চন্দননগরের নবাগত পরিচালকদ্বয় শ্বেতা বসু ও অয়ন সেন।
২০২৩ সালে শ্বেতা ও অয়নের ছবি “মহানগরী থেকে দূরে” ছবিটি মুক্তি পায়। তারপর থেকে অনেক দিন তাদের কোন খোঁজ ছিল না। অনেক দিন বাদে দুজনকে প্রকাশ্যে এই অনুষ্ঠানে দেখা গেল। এই বিষয়ে অয়ন জানান “মহানগরী থেকে দূরে ছবিটার রিলিজের সময় থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তাই অনেক দিন এই কারনে আমি ব্রেক নিয়েছিলাম। এই অনুষ্ঠানের মাধ্যমে আবার কাজে ফিরছি।” শ্বেতা বলেন “আজ তপন সিংহকে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করছি। নতুন সিনেমা, নতুন গল্প নিয়ে আলোচনা সব সময়ই আমাদের মধ্যে হতে থাকে।খুব শিঘ্রই আসব আপনাদের কাছে নতুন কিছু নিয়ে।” এছাড়াও পরিচালকদ্বয় চন্দননগর বইমেলা কতৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।