নিজস্ব প্রতিবেদক:রবিবার ৯ই জুন কলকাতার যাদবপুরে হয়ে গেল একটি সবুজ অভিযান। ‘গাছ আদান প্রদান যাদবপুর ( GAPJ)’- এর উদ্যোগে এই সবুজায়ন অনুষ্ঠানটি হয়।
উক্ত অনুষ্ঠানে গাছের চারা, গাছের বীজ প্রদান করা হয়। কোলকাতা ও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু সবুজ প্রেমি মানুষ একত্রিত হয়েছিল এই অনুষ্ঠানে।
গ্রূপের অন্যতম সদস্য অর্পিতা মন্ডল জানান,”বর্তমান উষ্ণায়নের ক্রমবর্ধমান পরিস্থিতিতে গাছই হচ্ছে মূল বিকল্প। তাই সমাজের প্রত্যেকের কাছে আবেদন গাছ লাগান, পরিবেশ বাঁচান। ভবিষ্যত প্রজন্ম কে ভাল রাখতে আমরা সচেতন হই। আরো বেশি বেশি করে সবুজ বনানী গড়ে তুলি। প্রত্যেকের কাছে অনুরোধ বাড়ির বাড়তি গাছের ডাল বা চারা বা বীজ ফেলে দেবেন না। আমাদের দিন, আমরা সবুজ বন্ধুদের মধ্যে বিতরণ করবো।”