IMG-20240927-WA0005

নিজস্ব প্রতিবেদক:আবৃত্তিকে শিল্পের মর্যাদায় উন্নীত করবার জন্য নিরলস প্রয়াস করে চলেছেন আবৃত্তির আচার্য উৎপল কুন্ডু।  বিজ্ঞানভিত্তিক চর্চায়, ধ্বনির শিল্প আবৃত্তি এক অন্যতর মাত্রায় প্রকাশ পায় তাঁর কন্ঠে।  তাঁর এই চর্চা পদ্ধতি নিয়ে এবার কলম ধরেছেন বিশিষ্ট গুণী মানুষেরা । আর সেই লেখাগুলি সম্পাদিত করে দুই মলাটে বন্দী করেছেন তাঁরই সুযোগ্য শিষ্য ডাঃ পার্থপ্রতিম পান। কথা ও কবিতা শিলিগুড়ির উদ্যোগে ‘আবৃত্তি-আচার্য উৎপল কুণ্ডু’ বইটির উদবোধন হল সম্প্রতি,  কলকাতার শিশির মঞ্চে, বিশিষ্ট শিক্ষাবিদ ড. পবিত্র সরকারের হাত ধরে। উদবোধন পর্বে মঞ্চ আলো করে ছিলেন গুরু শ্রী উৎপল কুন্ডু স্বয়ং। এদিনের অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল শ্রী উৎপল কুন্ডুর অসাধারণ আবৃত্তি পরিবেশন। ছিলেন আবৃত্তির দিকপাল শিল্পীরা, যেমন রজত বন্দ্যোপাধ্যায়,  বিজয়লক্ষ্মী বর্মন,  প্রণতি ঠাকুর,  রামচন্দ্র পাল, কাজল সুর, সুমন্ত্র সেনগুপ্ত প্রমুখ। তাঁদের কথায়, কবিতায় উঠে আসে শ্রী উৎপল কুন্ডুর আবৃত্তি জীবনের নানা অজানা দিক। শ্রী উৎপল কুন্ডুর আবৃত্তি সংক্রান্ত বিভিন্ন লেখা থেকে সংকলিত ‘আবৃত্তিশিল্পীর কবিতাযাপন’ পরিবেশন করেন কথা ও কবিতা শিলিগুড়ির সদস্য অরুময় চক্রবর্তী, সঞ্চিতা ভট্টাচার্য, রীনা সাহা, হৈমন্তী মজুমদার ও পার্থপ্রতিম পান। সংকলন ও প্রয়োগ পার্থপ্রতিম পান।

উৎপল কুণ্ডুর ওপর নির্মিত একটি তথ্যচিত্র ‘অতএব উৎপল’ এর আনুষ্ঠানিক ভাবে ইউটিউব প্রকাশ হয় ওই সন্ধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *