নিজস্ব প্রতিবেদক:মধ্য কলকাতায় বিধান সরণী মেডিকেল কলেজের বিপরীতে ব্রজনাথ দত্ত লেন ও মধু গুপ্ত লেনের সংযোগস্থলেই একমাত্র নয়ন কমলেশ্বর নামে পূজিত হচ্ছেন শিব শম্ভু।প্রতি বছরের মত এই বছরেরও শিবচক ক্লাবের উদ্যোগে চারদিনব্যাপী বার্ষিক বাবা নয়ন কমলেশ্বর মহারাজের ৯ম বাৎসরিক মহাপূজা ও রক্তদান উৎসব পালিত হল। জীব সেবার মধ্যে শিব পূজার পূর্ণতা প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকার আর্থিক দূর্বল মানুষদের তাঁদের জীবনযাত্রার চাহিদা মত সামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিন সকাল থেকে বসে ছিলছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। দুপুরে রাখী বন্ধন উৎসব। বিকেলে একটি মেলার উদ্বোধন। ওরপর যেমন খুশি সাজো, ম্যাজিক শো সহ বিনোদনঃ অনুষ্ঠান।
২১ আগষ্ট বিনামুল্যে স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চশমা বিতরণ অনুষ্ঠিত হয়।সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকগীতির আধারে রক ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন তন্ময় কর এন্ড ফ্রেন্ডস। নবীন সদস্যদের পরিচালনায় এই উৎসবে উপস্থিত ছিলেন পুরপিতা বিশ্বরূপ দে, ইন্দ্রনীল কুমার, পুরমাতা সুপর্ণা দত্ত , বিধায়ক অশোক দেব ও ডা: এম পি সাউ শুভাশীষ ব্যানার্জী ( তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ) । শিবচক ক্লাবের সম্পাদক দুলাল সাউ ও সদস্যদের ঐকান্তিক প্রয়াসে তিনদিনব্যাপী অনুষ্ঠানের ইতি ঘটে।