IMG-20240810-WA0003

আনন্দদিন প্রতিবেদক:রবিবার ৪ আগস্ট এস এম মিউজিক্যাল ট্রুপ-এর উদ্যোগে সেরাম প্রেক্ষাগৃহে অমর শিল্পী কিশোর কুমার এর ৯৫ তম শুভ জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

এই অনুষ্টানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গিটার বাদক পণ্ডিত স্বপন সেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং গিটার সঙ্গীত পরিবেশন করে সকল শ্রোতাদের মুগ্ধ করেন। এছাড়া এই অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ,সুরকার ও অভিনেতা জয়ন্ত দে। যে সকল শিল্পী অনুষ্ঠানটি আরো মনোরঞ্জিত করে তোলেন তারা হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী টোটন কুমার, ওড়িয়া প্লে ব্যাক সিঙ্গার ডেজি সোয়াইন, জী বাংলা খ্যাত অর্পিতা রায়,বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী স্বর্ণালী চ্যাটার্জী, ইন্ডো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল আওয়ার্ড উইনার তনুশ্রী বোস। বিশেষ আকর্ষণ ছিল পার্থ সরকার এর গলায় মহিলা কণ্ঠী গান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল রায়, স্নেহা সামন্ত, সঙ্গীতা বর্মন, ডালিয়া,প্রশান্ত ধারা, মধুমিতা কুন্ডু, রাখী ব্যানার্জী,অন্তরা,সূচন্দ্রিকা, রবীন,শ্রাবণী গিরি,সুমি ভট্টাচার্য, অনিল বরণ ঘোষ, জয়া দাস, রঞ্জিত শর্মা, দীপঙ্কর চৌধুরী, দেবশ্রী চক্রবর্তী,শুভেন গুহ, সোমা পত্র, দিপালী সরকার, সুজয় বাবু , মণীশ সিং, দেবার্পন সাহা, দেবপ্রিয়া সাহা ও বিকাশ দাস। সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত, মৌ ভট্টাচার্য ও মধুমিতা দত্ত।

সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন এস এম মিউজিক্যাল ট্রুপ এর কর্ণধার শশধর মণ্ডল। অনুষ্ঠান শেষে সকল শিল্পীকে মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। ছবি রাজেন বিশ্বাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *