পঞ্চমী ৮ এবং ষষ্ঠী ৯ অক্টোবরে কলকাতা একাডেমি অফ ফাইন আর্টসে হতে চলেছে অনুপম হালদার এর একক ক্রিয়েটিভ ফটোগ্রাফি প্রদর্শনী। প্রদর্শনী সূচনা হবে ৮ অক্টোবরের বিকেল চারটে।ষষ্ঠীর দিন ৯ অক্টোবর প্রদর্শনী খুলবে সকাল বারোটায় টায়।দুদিনই প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীতে উপস্থিত থাকবেন কলকাতা টলিউডের বিশিষ্ট তারকারা।
অনুপম প্রকৃতির কোলে এক একটি ফটো যেন এক একটা ক্যানভাসে আঁকা ছবি। যা পরিবেশিত হয় ফোটো পেপারে এবং ক্যানভাস পেপারে। যার সন্ধানে জেলায়, শহরে এমনকি দেশ আর দেশের বাইরের মানুষ ভিড় জমায় এক অমোঘ আকর্ষণে।
ইতি মধ্যেই তাঁর ফোটো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে কলকাতার প্রায় সব প্রদর্শন শালায়। দিল্লি, মুম্বাই থেকেও প্রশংসিত হয়েছে।
তাঁর ফোটো এখন শহরের বিভিন্ন সেলেবদের গৃহশোভায় শোভিত হচ্ছে।
ইতি মধ্যেই তিনি বেঙ্গল এক্সিলেন্স পুরস্কার এবং বঙ্গ পূরুষ সম্মান সহ বহু পুরুষকারে ভুসিত হয়েছেন।