IMG-20240930-WA0004

আনন্দদিন প্রতিনিধি: ‘ব্লু বার্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত’ ও ‘হ্যালো স্কাই ইভেন্টস্’ আয়োজিত, ‘ইন্ডি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৪’ হয়ে গেল কলকাতায়। এই উৎসবে পনেরোটা স্বল্প দৈর্ঘ্যের ছবি ও একটা মিউজিক ভিডিও প্রদর্শিত হয়।

সেরা ছবির পুরস্কার পেয়েছে বাদল সরকার পরিচালিত ‘পরিযায়ী’। দ্বিতীয় হয়েছে ড. সাধন পাইক পরিচালিত ‘জাস্টিস’। পার্থ চ্যাটার্জীর ‘সেম সাইড গোল’ পেয়েছে তৃতীয় পুরস্কার।

এছাড়াও বিভিন্ন বিভাগে আরো বেশ কিছু পুরস্কার দেওয়া হয়। পরিযায়ী ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বাদল সরকার এবং সুস্মিতা দে পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার। এছাড়াও এই ছবিটি সম্পাদনা ও আবহ সঙ্গীতের জন্য সেরার পুরস্কার জিতে নিয়েছে।
বাদল সরকার পরিচালিত ‘দ্য লাস্ট টাইম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন পার্থ চক্রবর্তী।

‘হ্যালো স্কাই ইভেন্টস’ এর পক্ষ থেকে পরিচালক শৌভিক দে জানিয়েছেন, মোট ৬০ টা স্বল্প দৈর্ঘ্যের ছবি জমা পড়ে। এর মধ্যে থেকে ১৫ টা ছবি বেছে নিয়ে এই উৎসবে প্রদর্শিত হয়েছে।

‘ব্লু বার্ড এন্টারটেইনমেন্ট’ এর প্রধান, পরিচালক সায়নদীপ চৌধুরী বলেন, এটা আমাদের প্রথম উদ্যোগ। স্বল্প দৈর্ঘ্যের ছবির পরিচালকদের একটা প্ল্যাটফর্ম দেওয়াই এই ফিল্ম উৎসবের উদ্দেশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *