IMG-20250307-WA0028

  • মঞ্চে শুধুই মহিলা শিল্পীদের সঙ্গীত পরিবেশন, শহরে শুরু হচ্ছে ‘নারী শক্তি’

অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন তিন দিনের শাস্ত্রীয় সঙ্গীত সমারোহের আয়োজন করেছেন। নারী শক্তি। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে মহিলা শিল্পীদের অবদানকে উদযাপন করা এর মূল উদ্দেশ্য।

মহিলা কন্ঠ শিল্পী থেকে যন্ত্র সঙ্গীত শিল্পী, মহিলা সঙ্গীত গুরু সব মিলিয়ে ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতিতে নারী শক্তির এক গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে, আজও আছে, ভবিষ্যতেও থাকবে।

তবে তাঁদের এই জার্নি মোটেও সহজ নয়। নিজেদের পরিবারের দেখভাল করে, সঙ্গীতের সাধনায়, পরবর্তী প্রজন্মের শিল্পী তৈরি করার যে গুরু কাজ তাঁরা কাঁধে তুলে নিয়ে এসেছেন তাকেই কুর্নিশ জানাতে তিন দিনের এই সঙ্গীত সমারোহ। আগামী ৭ মার্চ থেকে ৯ মার্চ, জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টা থেকে প্রতিদিন।

প্রথম দিনে রিম্পা শিবা ( তবলা একক ), সুচেতা গাঙ্গুলি ( কন্ঠ সঙ্গীত। ), দ্বিতীয় দিনে বিদুষী দেবস্মিতা ভট্টাচার্য ( সরোদ ), বিদুষী পূর্ণিমা ধুমালে ( কন্ঠ সঙ্গীত ), বিদুষী রূপশ্রী ভট্টাচার্য ( হারমোনিয়াম ), তৃতীয় দিনে, বিদুষী অনুপমা ভগবৎ ( সেতার ), বিদুষী অলকা দেও মারুলকর ( কন্ঠ সঙ্গীত ), শিবানী মারুলকর দসাক্কার ( কন্ঠ সঙ্গীত )- এই উদযাপন সুরে, ছন্দে ভরিয়ে তুলবেন।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সেই সময়েই শহরে এমন এক শাস্ত্রীয় সংগীত সমারোহ এক অন্য মাত্রা যোগ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *